১৩ বৈশাখ, ১৪৩১ - ২৭ এপ্রিল, ২০২৪ - 27 April, 2024
amader protidin

নাগেশ্বরীতে বিয়ের আসরে সোনার অলঙ্কার নিয়ে সংঘর্ষে নিহত ১

আমাদের প্রতিদিন
1 year ago
363


>> বরসহ আটক ১২

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীতে বিয়ের আসরে সোনার অলংকার নিয়ে বর ও কনের পক্ষের সংঘর্ষে মেয়ের দাদী তহুরন নেছা (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কেদার ইউনিয়নের গোলের গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সাথে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়। কথা ছিল বর পক্ষের লোকজন তাদের পরিবারের নতুন বউকে সোনার অলংকার পরিয়ে নিয়ে যাবে বাড়িতে। ০১ ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতি মেনে এ বিয়ে সম্পন্ন করতে প্রস্তুতি নেয় কনের পক্ষের লোকজন। সন্ধ্যায় রিপনকে বর বেশে সাজিয়ে কনে বাড়িতে নিয়ে যায় বরপক্ষ। আতিথীয়তা শেষে কনে সাজিয়ে বিয়ের আসরে নিতে গিয়ে কনে পক্ষের লোকজন দেখেন সোনার অলংকার দেয়ার কথা রাখেনি বরপক্ষ। শুরু হয় এ নিয়ে তর্ক বিতর্ক। ক্রমে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

হাতের কাছে যা পায় তাই নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে এলোপাথারি মারপিট করতে থাকে। আহত হয় বেশ কয়েকজন। এর মধ্যে গুরতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে (৭০) হাসপাতালে নেয়ার পথে মার যান তিনি।

কনের মা রুপালী পারভীন জানান, বরপক্ষ দুইটি সোনার গহনা দেয়ার কথা ছিলো। কনে সাজানোর সময় সেগুলো না দেয়ায় দুই পক্ষের মাঝে ঝগড়া বাঁধে। পরে মারামারির ঘটনা ঘটে। এসময় তারা আমার শাশুরীকে মারপিট করলে তিনি গুরতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

কনে জেসমিন আখতার জানান, আমার চোখের সামনে বর পক্ষের লোকজন আমার দাদিকে খাটের স্ট্যান্ড দিয়ে পিটিয়ে মেরেছে। আমি এর বিচার চাই।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তূজা জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল থেকে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়