২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল

আমাদের প্রতিদিন
1 week ago
49


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে  রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ   অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়