১৩ বৈশাখ, ১৪৩১ - ২৭ এপ্রিল, ২০২৪ - 27 April, 2024
amader protidin

অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে মধ্যপাড়া পাথর খনি

আমাদের প্রতিদিন
10 months ago
244


মে মাসে ভূ-অভ্যন্তর থেকে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক পাথর উত্তোলন

দিনাজপুর প্রতিনিধি:

পাথর উত্তোলনে চলতি বছরের মে মাসে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল)। সদ্য শেষ হওয়া গত মে মাসে ভূ-অভ্যন্তর থেকে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করেছে এই খনিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, রাষ্ট্রীয় মালিকানাধীন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল) বানিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ২০০৭ সালে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক ১ হাজার ৫’শ থেকে ১ হাজার ৮’শ টন পাথর উত্তোলন হলেও পরে তা নেমে আসে দৈনিক মাত্র ৫’শ টনে। এমন অবস্থায় খনির উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ফেব্রæয়ারী মাসে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব দেয়া হয় বেলারুশের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসি’কে। জিটিসি দায়িত্ব নেয়ার পর দৈনিক তিন শিফটে খনির পাথর উত্তোলন শুরু করে। এরই মধ্যে গত ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং করোনা ভাইরাস পরিস্থিতির কারনে গত ২৪ মার্চ খনির উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ না হওয়া পর্যন্ত উৎপাদন চালু রাখার জন্য ২০২০ সালের ২৯ জুলাই ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডের ভিত্তিতে জিটিসিকে পাথর উত্তোলনের জন্য এক বছরের মেয়াদ বৃদ্ধি করে পেট্রোবাংলা। চুক্তি অনুযায়ী ১১.১০ লাখ মেট্রিক টন পাথর এবং খনির দুটি স্টোভ উন্নয়নের কথা বলা হয়। এই চুক্তি ২০২১ সালের ১৩ জুলাই শেষ হয়। এরপর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান  পেট্রোবাংলার সাথে পাথর উত্তোলন ও খনির রক্ষনাবেক্ষন কাজে আবার ৬ বছরের চুক্তি হয় জিটিসি’র।

নতুন করে আরও ৬ বছরের চুক্তি হওয়ায় অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে তিন শিফটে পাথর উত্তোলন শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। জিটিসি’র কর্মকর্তারা জানায়, দৈনিক তিন শিফটে (২৪ ঘন্টা) এখন পাথর উত্তোলনের কাজ করছে সবমিলিয়ে প্রায় ৮’শ জন খনি শ্রমিক। এতে দৈনিক পাথর উত্তোলন সাড়ে ৫ হাজার টন পর্যন্ত উন্নীত হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

খনি সুত্রে জানাযায়, গত মে মাসে এই খনি থেকে মোট পাথর উত্তোলন হয় ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন। যা খনির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ পরিমান পাথর উত্তোলন। এর আগে চলতি বছরের জানুয়ারী মাসে এই খনিতে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান গতকাল বৃহস্পতিবার বিষয়টি স্বীকার করে জানান, দৈনিক পাথর উত্তোলনেও খনিটি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। তিনি বলেন, এর আগে এই খনি থেকে দৈনিক পাথর উত্তোলন হতো ৪ হাজার মেট্রিক টনের নীচে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে দৈনিক সাড়ে ৫ হাজার মেট্রিক টনে। এই উত্তোলন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান জানান, এই খনির পাথরের মান অনেক ভালো। এখানকার পাথর দেশের গুরুত্বপুর্ণ স্থাপনায় ব্যবহৃত হচ্ছে। পাথর উত্তোলন আরও বৃদ্ধি করতে পারলে দেশে পাথর আমদানী নির্ভরতা কমবে এবং এতে রাজস্ব সাশ্রয় হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়