১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

সাবেক এমপি রোস্তম আলী মোল্লা  আর নেই

আমাদের প্রতিদিন
3 months ago
106


সাঘাটা (গাইবান্ধা )প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা - ফুলছড়ির বিএনপির সাবেক এমপি রোস্তম আলী মোল্লা (১০৩)আজ  মঙ্গলবার সকাল ৮টায় টি এম এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (  (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) দীর্ঘদিন  ধরে তিনি অসুস্থ ছিলেন।আজ  বিকাল ৫ টায় বাদ আছর  গোরস্হান জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে  গাইবান্ধা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সস্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে দুই মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সাথে সম্পৃক্ত থেকে নিজের একটি অবস্থান করে নিয়েছিলেন তিনি। বর্ণাঢ্য জীবনে তিনি সাঘাটা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে শিক্ষকতা, এলাকার  উন্নয়ন অগ্রযাত্রায় সব সময় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জরিত ছিলেন। তিনি দীর্ঘ  প্রায় দেড় বছর ধরে  নানা রোগে ভুগছিলেন।মরহুমের  মৃত্যুতে এলাকা বাসী গভীর ভাবে শোকাহত। বিভিন্ন জেলা  উপজেলার শ্রেণি পেশার,এবং এলাকার গর্ণমান‍্য ব‍্যক্তিবর্গ  জানাযায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়