৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

আওয়ামী লীগের পতন ঘটাতে পারে এমন শক্তি নেই: প্রধানমন্ত্রী

আমাদের প্রতিদিন
8 months ago
345


ঢাকা অফিস:

ক্ষমতাসীন আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই সরকারের পতন ঘটাতে পারে এমন শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার কেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘নানা অপকর্মের মাধ্যমে বিএনপি-জামায়াত সরকার হঠানোর অপচেষ্টা করছে। তবে তবে জনগণ এতে সাড়া দিচ্ছে না।’

এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, ‘যারা মজুদকারী, কালোবাজারি এবং যারা এলসি খোলা নিয়ে দুই নম্বরি করবে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং নেব। প্রয়োজনে আমরা আরও কঠোর ব্যবস্থা নেব। মানুষের কষ্ট যেন না হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেব।’

সরকারের বিভিন্ন উদ্যোগে মূল্যস্ফীতির প্রভাব হ্রাস পাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এ কারণে রাশিয়ার ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে সরকারকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। মূল্যস্ফীতির চাপ সহনীয় পর্যায়ে রাখতে এবং গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছি।

সর্বশেষ

জনপ্রিয়