২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

মিঠাপুকুরে পুলিশের অভিযানে নগদ টাকা ও জুয়ার সামগ্রীসহ আটক-৩

আমাদের প্রতিদিন
4 weeks ago
71


নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে জুয়া খেলারত অবস্থায় ০৩ জন আটকসহ নগদ টাকা ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার (ডিএসবি) রংপুর মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল  ১৫ অক্টোবর রাতে রংপুর জেলার মিঠাপুকুর থানার এসআই (নিঃ) মোঃ মকবুল হোসেন লিটন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। অভিযানে মিঠাপুকুর থানাধীন ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের মরারহাটি বাজারে জনৈক মোঃ রাজু মিয়া'র ভাড়া দেওয়া অভিযুক্ত মোঃ বায়েজিদ মিয়া'র ভাড়া নেওয়া দোচালা টিনের এবং ইটের দেয়াল বিশিষ্ট দক্ষিণ দুয়ারী দর্জ্জি ঘরের ভিতর তাস দিয়ে জুয়াখেলারত অবস্থায় অভিযুক্ত  আকন্দপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃ মিলন মিয়া (৩০), আন্ধারকোঠা গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে মোঃ রউফ ওরফে রফ মিয়া (৪২), বালুয়া মাসিমপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ জাকির মিয়া (৩০) সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে পেয়ে ঘটনাস্থলেই তাদের আটক করেন। উক্ত জুয়া খেলার আসর হতে অভিযুক্ত একই জেলা ও থানার আন্ধারকোঠা গ্রামের শাহাজাহান এর ছেলে মোঃ বায়েজিদ হোসেন (৩০), আব্দুর জব্বারের ছেলে মোঃ জুয়েল মিয়া (৩৫) এরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা ১। এক সেট = ৫২ টি তাস, ২। দশ টাকার নোট ১৮ টি, ৩। বিশ টাকার নোট ০৫ টি, ৪। পঞ্চাশ টাকার নোট ০৪ টি, ৫। একশত টাকার নোট ০২টি সর্বমোট (১৮০+১০০+২০০+২০০)= ৬৮০ (ছয় শত আশি) টাকা, ৬। পাটের তৈরী পুরাতন বস্তা ২টি (যার উপর বর্ণিত অভিযুক্তগণ পাশাপাশি বসে বৈদ্যুৎতিক আলোতে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলছিল) তথা জুয়া খেলার সামগ্রী জব্দ করে থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্ত মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth