২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট পেলেন কিশোরগঞ্জের ১১ জন

আমাদের প্রতিদিন
1 week ago
73


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটসে সম্প্রসারণ ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস্ হতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এগারো জনকে মেডেল অব মেরিট প্রদান করা হয়। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের সভাপতি মৌসুমী হক এ এগারো জনের হাতে মেডেল অব মেরিট ও সনদপত্র তুলে দেন।

বাংলাদেশ স্কাউটসে সম্প্রসারণ ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ মেডেল অব মেরিট প্রদান করা হয়। এ মেডেল ও সনদ পেলেন কিশোরগঞ্জ উপজেলার এগারো জন। মেডেল অব মেরিট প্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা স্কাউটস কমিশনার ফজলার রহমান, সহকারী উপজেলা কাব লিডার আব্দুল কাদের, সাবেক উপজেলা কাব লিডার আব্দুল ওহাব, উপজেলা স্কাউটসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান টিটো, উপজেলা কাব লিডার আব্দুল হালিম, গ্রুপ কমিটির সভাপতি আজহারুল ইসলাম আল আজাদ, সহকারী শিক্ষক আব্দুল কাফি চৌধুরী, মোজহারুল ইসলাম, রউফুল ইসলাম, সাবেক স্কাউটস লিডার রোকন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের সভাপতি মৌসুমী হক এ এগারো জনের হাতে মেডেল অব মেরিট ও সনদপত্র তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth