সচিবালয়ে বিশৃঙ্খলা করা ২৬ জন নতুন মামলায় গ্রেপ্তার
ফাইল ফটো
আমাদের ডেস্কঃ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীকে ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। চকবাজার থানার মামলায় রোববার এ আদেশ দেন সিএমএম কোর্ট।
গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষাবোর্ডে ঢুকে ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের বিষয়ে চকবাজার থানায় মামলা হয়। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ২৬ জনকে গ্রেপ্তারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
গত মাসের ২৩ তারিখে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে কয়েকশ শিক্ষার্থী। সচিবালয়ের ভেতরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তারা।
পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে মোট ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ওই ঘটনায় ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হলে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়।
২৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেপ্তার ২৬ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, অভিযুক্তরা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১৫ অক্টোবর। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।