পাইলট প্রথার মাধ্যমে রৌমারীতে গরু ও মাদক আসে
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রৌমারী উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক মো. সাজেদুল ইসলাম সবুজ বলেছেন, সীমান্তে ‘পাইলট’ প্রথার মাধ্যমে গরু ও মাদক আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেছেন টেকনাফের পর রৌমারী ও রাজিবপুর মাদকের দ্বিতীয় রুট, আপনারা থাকতে আমার মুক্তাঞ্চল খ্যাত রৌমারী কিভাবে মাদকের দ্বিতীয় রুট হয়। এর জবাব দিতে হবে রৌমারীর ছাত্র সমাজকে।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আযোজনে জুলাই-আগস্টে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভায় বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ওসি এই পাইলট প্রথা চালু করেন। পাইলট প্রথা’র মাধ্যমে গরু ও মাদক আসে। উপস্থিত ওসি রয়েছেন জোরগলায় বলতে চাই আমরা ছাত্র সমাজ এই ‘পাইলট’ প্রথা বন্ধ চাই। যাতে চোরাচালান বন্ধ এবং মাদক না আসে সে ব্যবস্থা নিবেন। আমরা ছাত্র সমাজরা যা চাই তা হচ্ছে সাম্যের বাংলাদেশ, একতার বাংলাদেশ। এ বাংলাদেশে ১৮ কোটি মানুষ কথা বলতে পারবে এবং তাদের মতামত প্রকাশ করতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. লৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান, সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, বৈষম্য বিররোধী ছাত্র আন্দোলন উপজেলার শাখার আরেক অন্যতম সমম্বয়ক মো. মনিরুল ইসলাম রবি।