৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

মমিনপুর ইউনিয়ন ইসলামী পাঠাগারটি পুণরায় চালু

আমাদের প্রতিদিন
4 weeks ago
93


আঃ রহিম, পাগলাপীর রংপুর :

যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত ও সমৃদ্ধ। তাই সমাজের জন্য প্রয়োজন শিক্ষার আলো। এ শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা নয়, জ্ঞান চর্চার জন্য বিভিন্ন লেখকদের বই পড়ার গুরুত্বও অপরিসীম। এমনি এক চিন্তা করে রংপুর সদর উপজেলার, ১ নং মমিনপুর ইউনিয়ন জামায়াতের উদ্দ্যগে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ স্থাপিত হয়েছিল ২০০২ সালে । তার পর থেকে ইসলামী পাঠাগারটি বেদখল হয়ে যায়। আবারো ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদটি পুণরায় চালু করার জন্য মমিনপুর ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীদের সাথে নিয়ে পাঠাগারটি জমি মাপ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  রংপুর সদর উপজেলার আমির মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। মমিনপুর ইউনিয়ন শাখার জামায়াতের সভাপতি মোঃ রায়হান কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি সদর উপজেলার জামায়াতের আমির মাওলানা মোঃ মাজহারুল ইসলাম ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ বিষয়ে বলেন মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ইসলামী পাঠাগার ভূমিকা রাখবে। একটি পাঠাগার হল জ্ঞান অর্জনের বাতিঘর, পাঠাগারে বিভিন্ন বই পড়ে জনগণ নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এলাকায় এই ধরনের কর্মকান্ড সবার জন্য মাইল ফলক হয়ে থাকবে।   

  

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth