বিএনপি হচ্ছে মাটি ও মানুষের ..রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মুক্ত প্রতীক। যে দেশের রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষনা করেছিলেন, আমরা গর্ববোধ করি যে আমাদের নেতা একজন সেক্টর কমান্ডার ছিলেন। আমাদের নেতা বাংলাদেশের মুক্তিযোদ্ধের সময় কোন কোন সেক্টরে যুদ্ধ করে ছিলেন তার রক্ষিত দলিল বাংলাদেশের ইতিহাসে আছে উপরোক্ত কথাগুলো বলেছে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১১’শ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় যাক আর না যাক আপনাদের পাশে বিএনপি সব সময় থাকবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সারা দেশে শীর্তাত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুল রহমান লাকু, মিঠাপুকুর বিএনপির আহবায়ক নিকটন পাইকার, তারাগঞ্জ উপজেলা বিএপির আহবায়ক এ্যাডঃ মাকদুম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান শিপু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাবু খাঁন, আলমপুর বিএনপির সদস্য সচিব রাশেদ খান মেনন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভ প্রমুখ।