গঙ্গাচড়ায় তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিনিয়র জেলা নির্বাচন অফিস ও গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আব্দুল্যাহ্ আল মোতাহ্সিম। প্রশিক্ষণ পরিচালনা করেন রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মমিনুর আলম। এসময় ১শত জন তথ্যসংগ্রহকারী ও ২৬ জন সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করেন।