৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

কুড়িগ্রামে আলুর চাষিরা হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন

আমাদের প্রতিদিন
1 week ago
45


কুড়িগ্রাম প্রতিনিধি:

"সকল আলু চাষি এক হও এক হও কৃষক যোগায় ক্ষুধা অন্ন,সে কৃষক কেন আজ  বিপন্ন "এই প্রতিবাদ্যকে সামনে রেখে রোববার  দুপুরে  কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলু চাষিরা হিমাগারের অতিরিক্ত ভাড়ার প্রত্যাখান ও প্রতিবাদে সমাবেশ করে ।

 এই প্রত্যাখান ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার প্রত্যেকটি উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত আলু চাষীরা সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হোন।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম স্বনির্ভর আলু চাষি ও ব্যাবসায়ীর সভাপতি আবুল কাসেম  দুলাল ব্যাপারী,সাধারণ সম্পাদক সোলায়মান আলী,উপদেষ্টা শাহ আলম মোস্তফা।

বক্তব্যে সভাপতি দুলাল ব্যাপারী জানান আলুর হিমাগারের বর্ধিত ভাড়া অনতিবিলম্বে  প্রত্যাখান করে কেজি প্রতি ৫ টাকা নিধারর্ণ করা হোক।

সাধারণ সম্পাদক সোলায়মান আলী জানান  কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি করে কৃষকের উপর এভাবে নির্যাতন ও নিপীড়ন চালানো মোটেই কাম্য নয়।

অন্যদিকে আলু চাষি সাজেদ আলী জানান আলুর হিমাগারে ভাড়া বৃদ্ধি এটা ভোক্তাদের উপর এর প্রভাব পড়বে।  সমাবেশ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth