১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

তারাগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক কারাগারে

আমাদের প্রতিদিন
1 month ago
121


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

তারাগঞ্জে সাগর ইসলাম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে (১৫) ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগাওে পাঠিয়েছেন। মামলার অভিযোগ কিশোরীর পরিবার সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার কাজের উদ্দেশে কিশোরীর মা বাবা সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকালে কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে সার ইসলঅম কিশোরীর ঘরে ঢুকে ধর্ষন করে। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে যুবককে আটক করেন। পুলিশকে স্থাণীয় লোকজন খবর দিলে পুলিশ সাগরকে আটক করে থানায় নিয়ে আসেন।  ঘটনায় ওইদিন রাতে ভোক্তভোগীর বাবা থানায় মামলা করেন। সেই মামলায় পরের দিন বিকালে সাগরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। কররোতেই মানসিক ভারসাম্যহীন কিশোরী মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে কিশোরীর বাবা থানায় অভিযুক্ত ধর্ষক সাগর ইসলামের বিরুদ্ধে তানঅয় ধর্ষন মামলা করেন। তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা  স্বীকার করে বলে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth