তিন বিধবা বোনকে সহায়তা দিলেন ওসি অলিভ মাহমুদ

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
পবিত্র মাহে রমজান মাসে , রংপুর সদর উপজেলা,২ নং হরিদেবপুর ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড হরকলি গ্রামের তিন বিধবা বোনের জন্য সহায়তা নিয়ে আসেন রংপুর কোতয়ালি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিভ মাহমুদ ৷ গতকাল (ওসি) অলিভ মাহমুদ তিন বোন বিধবার জন্য ইফতার ও নগদ সহায়তা তাদের হাতে তুলে দেন৷ সহায়তা পেয়ে খুশি তিন বিধবা বোন৷