ভাবীকে ধর্ষনের ঘটনায় দেবর বিষ্ণু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
বড় ভাইয়ের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে কুড়িগ্রামে নিয়ে গিয়ে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে দেবর বিষ্ণু চন্দ্র রায়ের(২৬) বিরুদ্ধে। এ ঘটনায় লালনিরহাট জেলার হাতিবান্ধা থানায় দায়েরকৃত মামলায় রংপুর র্যাব-১৩ অভিযুক্তকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে।
এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিন মুশরত মদাতী গ্রামে। জানা গেছে, গত ২০২৪ সালের ০৭ জানুয়ারি শ্রী বিষ্ণু চন্দ্র রায় (২৬) এর বড় ভাইয়ের সঙ্গে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাবির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিষ্ণু চন্দ্র রায়। এ নিয়ে বড় ভাই ও ভাবীর মাঝে মনোমালিন্যের সৃষ্টি হলে ভাবি বাবার বাড়িতে চলে যায়। এর পর গত ২০২৪ সালের ০৫ জুলাই অজ্ঞাতনামা কয়েকজন মিলে ভারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুড়িগ্রাম নিয়ে যায়। সেখানে কুড়িগ্রাম সদর থানাধীন এক ভাড়া বাসায় অবস্থান নেয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু ভিকটিমকে ওই বাড়িতে রেখে একাধিকবার ধর্ষন করলেও বিয়ে করেনি। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে র্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ মার্চ ধর্ষক বিষ্ণু চন্দ্র রায়কে গ্রেফতার করে। এ সময় সে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতাল পাড়াস্থ শাহিনুর ইসলামের ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিন মুশরত মদাতী গ্রামের শ্রী মানিক চন্দ্র রায় এর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।