১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

পীরগঞ্জে ইরি ধানের সাথে শত্রুতা

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:
1 month ago
99


রংপুরের পীরগঞ্জে ইরি ধানের জমিতে জ্বালানি  বিষ প্রয়োগ করে জ্বালিয়ে দেয়া হয়েছে রোপণকৃত ধানের গাছ, ৪ ব্যক্তির নামে থানায় অভিযোগ। উপজেলার বড় ফলিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে মনিরুল ইসলাম সোমবার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, বড় ফলিয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে আব্দুস সাত্তার ও আব্দুস রউফ

মন্ডল একই মৌজার জেএল নং-৪৩, খতিয়ান নং-১২৮, দাগ নং-৪৮৯, নতুন দাগ নং-৭৬০, জমি-৩৭ শতক জমির মৃত আনছার আলী ছেলে মনিরুল ইসলাম ও কবিরুল ইসলামের নিকট বিক্রি করে,যাহারা দলিল নং ৫৮৩৪ তারিখ ০১/০৩/১৯৯৭ ইং।  উক্ত জমি ক্রয়ের পর থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন ক্রেতারা।

 বিক্রেতা আব্দুস সাত্তারগং এর নামে উক্ত ক্রয়কৃত জমি ভুলবশত রেকর্ড হলে তারা নিজেদের জমি দাবি করে গত ২০ /০৩/২৫ ইং তারিখে রাত্রি অনুমান ১১ ঘটিকায় জ্বালানি কীটনাশক স্প্রে করে। এতে করে প্রায় ৫০ হাজার টাকার  আবাদি ইরি ধানের গাছ জ্বালানি পুড়িয়ে যায়।

মনিরুল ইসলাম পীরগঞ্জ থানায় ৪ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন। মনিরুল ইসলাম জানান, উল্লেখ ৪ ব্যক্তি আমার ধানের জমির ক্ষতি করেছে, আমি তাদের বিচার চাই।  পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক মিয়া জানান, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth