৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

মিঠাপুকুরে রাস্তার অজুহাতে জমিসহ আমবাগান বে-দখলের চেষ্টা!

2 days ago
37


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে রাস্তার অজুহাতে আম বাগানসহ জমি বে-দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই পরিবারের প্রধান কর্তা মৃত্যুবরণ করায় জমি বে-দখলের পায়তারা করছেন দুস্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামে মরাহাটি বাজারে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুজরুক সন্তোষপুর আকন্দপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের মরাহাটি বাজার সংলগ্ন ২২ শতক জমি রয়েছে। তাঁর মৃত্যুর পর ওয়ারিসগন সেই জমিতে আম বাগান লাগিয়েছেন। পাশের জমিতে ধান চাষ ও বাড়ি করেছেন একই গ্রামের ফরহাদ মিয়া, রেজাউল করীম, আব্দুর রশিদ, কামরুজ্জামান ও শফিকুল ইসলাম। তারা রাস্তার জন্য ওই জমির মালিকের কাছে মৌখিকভাবে হাটাচলার জন্য রাস্তা চেয়েছিল। তখন জমিতে কোন ফসল না থাকায় তারা ওই জমির উপর দিয়ে চলাফেরা করত। কয়েক বছর আগে ওই জমিতে আমবাগান করা হয়েছে। চলতি মৌসুমে বেশ ফলনও হয়েছে গাছগুলোতে। একারণে জমির মালিক ওই বাগানে বেড়া দিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রতিপক্ষরা। তারা জমির মালিককে নানা ভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। কয়েকটি মামলাও করেন তারা। জমির মালিক জাহানারা বেগম বলেন, আমার বাবা মৃত্যুবরণ করার পর তারা ওই ২২ শতাংশ জমি বে-দখলের চেষ্টা করছেন। আমাদের বিরুদ্ধ মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ভয়ভীতি দেকাচ্ছেন। আমাদের কেউ নেই। এই সুযোগটি তারা কাজে লাগানোর চেস্টা করছে।

জাহানারা বেগমের স্বামী জাকারুল ইসলাম বলেন, মুলত. রাস্তার অজুহাতে ওই আমবাগান দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা। আমরা আইনের সহায়তা চাই।

অভিযুক্ত বে-দখলের চেষ্টাকারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ওই জমির উপর দিয়ে আমরা হাটাহাটি করতাম। হঠাৎ তারা রাস্তাটি বন্ধ করে দেয়। আমরা ঠিকমত চলাচল করতে পারছিনা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth