রাণীশংকৈলে তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জোরদারকরণ(হোপ) প্রকল্প এর আওতায় দ্বন্দ্ব সংবেদনশীল গণতান্ত্রিক সংলাপ ও তথ্য অধিকার আইনবিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সমাপনী দিনে উপজেলার বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ে গণতান্ত্রিক সংলাপ ও তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণে উপজেলা ও জেলার নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যরা অংশগ্রহণ করেন।
নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন মানবকল্যান পরিষদের রাশেদুল আলম,রৌওশন আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন সিএসও এর সভাপ্রধান মোবারক আলী, সম্পাদক হালিমা আক্তার ডলি ও প্রচার সম্পাদক সবুজ ইসলামসহ অন্যান্য সদস্যরা।
এ সময় প্রশিক্ষণে তথ্য অধিকারের বিভিন্ন ধারার নিয়ম ও আইনবিষয়ক এর বিভিন্ন দিকগুলো সদস্যদের সামনে তুলে ধরা হয়।