১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গঙ্গাচড়ায় আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম গ্রেফতার

4 weeks ago
73


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় জাহেদুল ইসলাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরের গঙ্গাচড়া মেডিকেল পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহেদুল ইসলাম নিষিদ্ধ সংগঠন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এতে আসামী হিসেবে জাহেদুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছিল। মামলায় বিএনপি কার্যালয়ে অনধিকার প্রবেশ, হত্যার উদ্দেশ্যে হামলা-ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাবু বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলাটি দায়ের করেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, গ্রেফতার জাহেদুল ইসলামকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth