১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

ফুলছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

2 weeks ago
30


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম তানভীর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন মিয়া, মেডিকেল অফিসার ডাঃ রুবিনা আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিক প্রমুখ। সভায় অতিথিবৃন্দ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth