৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

বিরলে ৪২ পিস ইয়াবা’সহ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

1 month ago
60


আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :

বিরল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মধ্যরাতে মাদক বিক্রির সময় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অবৈধ মাদকদ্র্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিরল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান ডিউটি করাকালে ১১ জুন ২০২৫ রাত ১.১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুরের নির্দেশনায় এস.আই গোলাম রব্বানী সঙ্গীয় অফিসার ফোর্স’সহ বিরল পৌর-শহরের শংকরপুর মহল্লার মৃত. ছলেমান মিয়া’র ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানজিউল ইসলাম লাবু (৫০)’কে তার বাড়ির ক্যাচি গেটের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে।

আটকের পর তার নিকট থেকে ৪২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা (নম্বর-১০/১৬৭) দায়ের করা হয়েছে।

বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth