৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রংপুরে ১০৭ বোতল নয়া মাদক  স্ক্যাপ উদ্ধার, গ্রেফতার ৪

4 weeks ago
75


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে উদ্ধার হলো নতুন মাদক স্ক্যাপ।  পুলিশ জানিয়েছে ফেন্সিডিলের উপাদান কোটিন ফসফেট এই স্ক্যাপ সিরাপে আছে। এসময় চারজনকে গ্রেফতারও করা হয়েছে।

সোমবার  (১৬ জুন) দুপুরে রংপুরের হারাগাছের মেনাজ বাজারে অভিযান চালিয়ে উদ্ধা্র ও গ্রেফতার করে মহানগর গোয়েন্দা ‍পুলিশ।

বিকেলে  মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত –উপ পুলিশ কমিশনার ( ডিবি এন্ড মিডিয়া) জানান, গোপন তথ্যে অভিযানটি পরিচালনা করা হয়। এসময়  ১০৭ বোতল স্ক্যাপ, ৮ বোতল ফেন্সিডিলসহ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  এসময় মেহেদী হাসান লাভলু (৩০). মোঃ রিয়াজ বাবু (২৪), মোঃ বিপুল (৩০) ও মোঃ ওমর ফারুক ৪ মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে মেহেদীর নামে মাদকসহ একাধিক মামলা আছে।

পুলিশ জানায়, অপেক্ষাকৃত দাম কম হওয়ায় ফেন্সিডিলের পরিবর্তে এই স্ক্যাপ সিরাপ ব্যবহার করছে কারবারি ও সেবনকারীরা। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপুর্ন তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পলিশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth