বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে শ্রম আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা: আইন ও বিধি পরিপন্থি সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকতে পত্র জারি

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ- ১৩৪৩) পরিচালনা কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্যে সুষ্পষ্টভাবে অবহিতকরণসহ মোঃ শাহিনুর আলম (জুয়েল) কে আইন ও বিধি পরিপন্থি সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচলক মোঃ ওসমাণ গনি স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়েছে। বুধবার বিকেলে বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উক্ত আদেশের কপিসহ সংশ্লিষ্ট দলিলাদি সাংবাদিকদের সম্মূখে উপস্থাপন করেন।
দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচলক মোঃ ওসমাণ গনি গত ১ জুন/২৫ স্বাক্ষরিত পত্র নং ৪০.০২.০০০০.৩১৩.৩৪.২০৮.২০০৫-৬১৫ স্মারকে বিরল উপজেলা নির্বাহী অফিসার এর গত ১৫ মে/২৫ তারিখের ০৫.৫৫.২৭১৭.০০০.১৪.০২০.২৪-৬৪৫/ক নম্বর পত্রের প্রেক্ষিতে জানান, বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ- ১৩৪৩) এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন সংক্রান্ত পরিচালনা কমিটির প্রধান কর্তৃক স্বাক্ষরিত উক্ত ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ ১৩৪৩) কার্যনিবাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচনী ফলাফল গত ১৪/১১/২০২৪ খ্রিঃ তারিখে অত্র দপ্তরে পাওয়া যায়। দাখিলকৃত উক্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচনী ফলাফল ও নির্বাচনী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য অত্র দপ্তরের গত ২৬/১১/২০২৪ খ্রিঃ তারিখের ৯৩৩ স্মারক নম্বর পত্রের মাধ্যমে গত ০৩/১২/২০২৪ খ্রিঃ তারিখে নির্বাচন সংশ্লিষ্ট রেকর্ডপত্র রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের নিকট উপস্থাপনের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধানকে পত্র দেয়া হয়। অত্র দপ্তর হতে প্রেরিত উক্ত পত্রের প্রেক্ষিতে গত ০৩/১২/২০২৪ খ্রিঃ তারিখে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কর্তৃক চাহিত রেকর্ডপত্র অত্র দপ্তরে উপস্থাপন করা হয়। দাখিলকৃত রেকর্ডপত্র পর্যালোচনা করে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স নির্বাচন বিষয়ে তৎকালে কোন অভিযোগ না পাওয়ায় সেটি গ্রহণ করেন।
উক্ত ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ ১৩৪৩) কার্যনির্বাহী কমিটির নির্বাচনী ফলাফল যা গত ১১/১১/২০২৪ খ্রিঃ তারিখে অত্র দপ্তরে পাওয়া যায় সেটির বিষয়ে গত ২৪/১২/২০২৪ খ্রিঃ তারিখে অত্র দপ্তরে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তান্তে অত্র দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ ১৩৪৩) গঠনতন্ত্রের ২৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক সাধারণ সভায় আলোচনাপূর্বক মোঃ শাহীনুর আলম (জুয়েল) কে ৪৫ দিনের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতঃ গোপন ব্যালটে ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ ১৩৪৩) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ দেয়া হয়েছিল। ইতোমধ্যে, বর্ণিত বিষয়ে এবং বিজ্ঞ শ্রম আদালত, রংপুরে উপপরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, আঞ্চলিক শ্রম দপ্তর, দিনাজপুর এর গত ১৩/০২/২০২৫ খ্রিঃ তারিখের ১৬৬ নম্বর পত্রের আদেশ বাতিল চেয়ে মোঃ কামরুজ্জামান (সাধারণ সম্পাদক) কর্তৃক শ্রম মামলা নম্বর ০২/২০২৫ দায়ের করা হয়েছে যেটি এখনো চলমান রয়েছে। উল্লেখ্য, বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ- ১৩৪৩) কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফশিল অনুযায়ী গত ২৫/০৩/২০২৫ খ্রি. তারিখের নির্বাচন বিজ্ঞ শ্রম আদালত, রংপুর গত ১৮/০৩/২০২৫ খ্রি. তারিখের অন্তবর্তী আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।
দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচলক মোঃ ওসমান গনি স্বাক্ষরিত এক আদেশে সুত্রোক্ত পত্রের বিষয় সুস্পষ্ঠভাবে অবহিতকরণসহ আইন ও বিধি পরিপন্থি সকল প্রকার কার্যক্রম থেকে মোঃ শাহীনুর আলম জুয়েলকে বিরত থাকতে বলা হয়েছে। যেহেতু বর্ণিত বিষয়টি বিজ্ঞ শ্রম আদালত, রংপুরে বিচারাধীন সেহেতেু আদালতের নির্দেশনা মোতাবেক পরর্বতী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ওয়াকিউল ইসলাম জানান, শ্রমিকদের কার্যক্রমে কোন বিশৃঙ্খলা পরিস্থিতি কেউ যেন সৃষ্টি না করে তা পত্র মারফৎ স্পষ্ট করেছে সংশ্লিষ্ট প্রশাসন। আমরা শ্রমিকরা শান্তি শৃঙ্খলার সাথে আমাদের কাজ করে যেতে চাই।
অপরদিকে শাহীনুর আলম জুয়েল জানান, গত ৩১ আগস্ট ২০২৪ তারিখে আমাকে প্রধান সমন্বয়কারী ও সদস্য যথাক্রমে-সোহাগ বাবু, ওয়াকিউল ইসলাম, মতিবুর রহমান, খাইরুল ইসলাম ও ছাত্রপ্রতিনিধি হারুন অর রশিদকে নিযুক্ত করে ইউনিয়নের দায়িত্ব প্রদান করা হয়। এরপর ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে (ওয়াকিউল ইসলাম-কামরুজ্জামান) কার্যনির্বাহী কমিটির ফলাফল আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরে প্রদান করলে তা বাতিল চেয়ে আবুল কালাম, মহিদুর রহমান, শহর আলী, সাদেক আলী, রাজু হোসেন আবেদন দাখিল করেন। আবেদনের প্রেক্ষিতে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে কার্যকরী কমিটির নির্বাচনী ফলাফলের অভিযোগ তদন্তে আসেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বিধিসম্মতভাবে উক্ত কমিটি না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নির্বাচনের ফলাফলটি প্রত্যাখান করা হয় এবং আহ্বায়ক (আমাকে) শাহীনুর আলম জুয়েলকে ৪৫ দিনের মধ্যে দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে গঠণতন্ত্রের অনুচ্ছেদ-২৩ মোতাবেক শ্রমিকদের সাধারণ সভায় আলোচনা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতঃ গোপন ব্যালটে নির্বাচন করার জন্য নির্দেশ দেয় হয়। ১০ মার্চ ২০২৫ তারিখে নির্বাচনের তপশীল ঘোষণা করা হলে ১৮ মার্চ ২০২৫ তারিখে শ্রম আদালত, রংপুর হতে নির্বাচন না করতে অন্তবর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে নির্বাচন করা সম্ভব হয়নি।