৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রংপুরে র‌্যাব-১৩’র অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

3 weeks ago
45


নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১৩’র অভিযানে রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩’র একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় (২০ জুন) রাত ১১টায় অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশী করে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাইক্রোবাসটি জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কইটারী এলাকার সামসুল হকের ছেলে মোঃ কাসেম আলী (২৩) ও আবদার আলীর ছেলে মোঃ আহেদুল রহমান (৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth