৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রংপুরে ট্রান্সফরমার চুরি

2 weeks ago
63


নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মোড় এলাকা থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো ৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন।  

স্থানীয় সুত্রে জানা যায়, রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মোড় এলাকার রনজুর বাসার সামনে এলাকাবাসী সকালে ঘুম থেকে উঠে দেখে স্থাপিত ট্রান্সফরমারটি নেই। তার কেটে চুরি করে নিয়ে গেছে। তবে ট্রান্সফরমার চুরি হওয়ায় সেখানে পূণরায় কবে ট্রান্সফরমার বসানো হবে, আর কবে বিদ্যুৎ আসবে এ নিয়ে সংঙ্কিত গ্রাহকরা।

এ বিষয়ে নেসকো ৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি অফিসিয়ালি অবগত। সেখানে টিম পাঠানো হয়েছে। যতদ্রুত সেখানে ট্রান্সফরমার বসানো যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

রংপুর মেট্র্পোলিটন মাহিগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, চুরির বিষয়টি জেনেছি। তবে আমাদের কাছে নেসকো বিদ্যুৎ বিভাগ কিংবা কোন গ্রাহক কেউই ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth