সাংবাদিক উদয়ের পিতা শৈলেন্দ্র নাথ বর্মনের পরলোক গমন, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক:
যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক ও আমাদের প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার উদয় চন্দ্র বর্মনের পিতা রংপুরের বিশিষ্ট স্বর্ণ ব্যাবসায়ী শৈলেন্দ্র নাথ বর্মন (৮২) আর নেই। তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন।’ ( ওঁ বিদ্যান্ লোকন্ স গচ্ছতু’) ।
তিনি নগরীর কেরানীরহাট বিন্যাটারী মহল্লার স্বর্গীয় খিতিশ চন্দ্র বর্মনের ৬ সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। মৃত্যকালে তিনি ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাতে নগরীর বিন্যাটারি ঘাঘট নদী সংল্গন শশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, আমাদের প্রতিদিনের সম্পাদক ও যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল সহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টিসিএ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও যুগান্তর রংপুর ব্যুরোর কর্মরত সকল সাংবাদিক ও স্টাফ এবং আমাদের প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।