রংপুরে দেশজ ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে আইনজীবী সমিতির আয়োজনে দেশজ ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকেলে আইনজীবী সমিতি ভবনের ৫ম তলায় উক্ত কর্মসূচি পালিত হয়।
দেশজ ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জর্জ ফজলে খোদা মোঃ নাজির। আইনজীবী সমিতির সভাপতি এড. শাহেদ কামাল ইবনে খতিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জর্জ মশিউর রহমান খান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আফতাব উদ্দিন।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন এড. হারুন উর রশীদ, জাহিদুর রহমান, রায়হানুজ্জামান, খাতুনে জান্নাত, সায়েম সরকার, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাজিয়া খাতুন, শীতাংশু কুমার, আবু তাহের আলী, কাওছার আলী, লতীফুর রহমান, সুফিয়া খাতুন, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, তারেকুজ্জামান প্রমূখ।
কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা, দেশজ ফল যথা আম, জাম, কাঠাল, লিচু, নটকন, তাল, আনারস ইত্যাদি ফল পরিবেশন ও খাওয়া শেষে বৃক্ষরোপণ করে কর্মসূচি শেষ করা হয়।