২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

ভূরুঙ্গামারীতে বনজ, ফলদ ঔষুধী বৃক্ষের তিন হাজার চারা বিতরণ

6 days ago
64


ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে তিন হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগ ও ব্যবস্থাপনায় ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর  শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এ চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে আমলক্ষি, পেয়ারা, জলপাই, নটকন, কাঁঠাল ফলদবৃক্ষসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ রয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান সরকার, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এস,এম নাছিমুল হক তপু, শিক্ষক সুনীল চন্দ্র সাহা, কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুস সবুর ,উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।  বিতরণের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অত্র প্রতিষ্ঠানে বেশ কিছু ফল ও ওষুধী বৃক্ষের চারা রোপন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth