ডিমলায় বিভিন্ন প্রতিষ্ঠানে তাল ও নারিকেল চারা বিতরন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনার কমৃসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে তাল ও নারিকেল চারা এবং কৃষকদের মাঝে হাইব্রীড মরিচ, সবজী বীজ ও কৃষি উপকরন বিতরনের কার্যক্রমের শুভ উদ্ভোধন করেছেন ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। “ডিমলার কৃষি বৈচিত্রময় কৃষি” এই ¯েøাগানকে সামনে রেখে বুধবার (০২ জুলাই) সকাল ১১টায় ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানে তাল ও নারিকেল চারা এবং কৃষকদের মাঝে হাইব্রীড মরিচ, সবজি বীজ ও উপকরন বিতরনের শুভ উদ্ধোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাফিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাসুদুল হক সহ প্রমুখ।