সাত লক্ষ টাকার চেক ও জুডিশিয়াল স্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পূর্বপাড়া এলাকার একরামুল হকের মেয়ে মোছাঃ ইয়াসমিন আক্তারের বিরুদ্ধে সাত লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওয়ালিয়ার রহমান, যিনি রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার মেডিকেল পাখার মাতার অন্তর্গত পূর্ব সারাই পূর্ব পাড়ার বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইয়ামিন আক্তার তার কাছ থেকে তিনটি জুডিশিয়াল স্ট্যাম্প এবং একটি চেক গ্রহণ করেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী লেনদেন করেছেন। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো টাকা প্রদান না করে তিনি গা ঢাকা দেন। ওয়ালিয়ার রহমান জানান, ইয়াসমিন আক্তার আমাকে গত ২৩/০৯/২০২৪ খ্রিস্টাব্দে আমাকে একটি যমুনা ব্যাংকের চেক প্রদান করেন যাহার নং- SB A/C No 1101005842314| ভুক্তভোগীর ওয়ালিয়ার রহমান গত ১৪/১১/২০২৪ খ্রিস্টাব্দে একটি নিগাল নোটিশ মোছাঃ ইয়াসমিন আক্তার বরাবর প্রেরণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, ইয়ামিন আক্তার পূর্বেও আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলে গুঞ্জন রয়েছে। এই বিষয়ে জানতে মোছাঃ ইয়াসমিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।