১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুর সদর সাব-রেজিস্ট্রার এর দক্ষতায় বেড়েছে কাজের গতি

4 days ago
66


আঃ রহিম, পাগলাপীর (রংপুর):

রংপুর সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এর দক্ষতায় বেড়েছে অফিসের কাজের গতি। সাব-রেজিস্ট্রার  সমস্ত জমির কাগজপত্র দেখে শুনে কাজ করেন। এতে করে বেড়েছে সেবার মান ও কমেছে ভোগান্তি । তিনি সবসময় সেবা গ্রহীতাগণকে জমি বিষয় যে কোন পরামর্শ  দিয়ে আসতেছেন। সাব- রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ নির্ধারিত সময়ে অফিস করাই অফিসের ধারাবাহিকতা ভাবে জমি রেজিষ্ট্রেশনের (দলিল) সংখ্যা বৃদ্ধি পেয়েছে ,জনসাধারনের ভোগান্তিও কমে গেছে অনেকটা। এখন জমির রেজিষ্ট্রেশন শেষে ক্রেতা, বিক্রেতা ও সাক্ষীগণ হাসি মুখে ফিরছেন বাড়ীতে । দলিল লেখকরা বলেন বর্তমান সাব-রেজিস্ট্রার মহোদয়ের আন্তরিক সহযোগিতায় আগের ভোগান্তি আর নেই। ভালো ভাবে চলছে অফিস। সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন আমার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে উত্তম সেবা দেওয়া।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth