২০ কার্তিক, ১৪৩২ - ০৫ নভেম্বর, ২০২৫ - 05 November, 2025

দৈনিক বায়ান্নর আলো’র সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ রংপুর প্রেসক্লাবের ১০৫ সদস্যের

4 hours ago
79


রংপুর প্রেসক্লাব উন্মুক্তকরণ কার্যক্রমে ডিসির কোন সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক:

রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলোতে ৩ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত ‘আ.লীগ সুবিধাভোগী ২১ ডিসির মধ্যে রংপুরের ডিসি’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফয়সালকে জড়িয়ে রংপুর প্রেসক্লাব ও ১০৫ জন সদস্য বিষয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা যা সবই অসত্য, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, আইন-বিধি পরিপন্থী এবং মানহানিকর। দীর্ঘ দিন থেকে মাত্র ৩২ জন সাংবাদিকের হাতে কুক্ষিগত রংপুর প্রেসক্লাব উন্মুক্তকরণ প্রক্রিয়ায় আইন মেনে সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করছে। যা রংপুরের সকল সাংবাদিককর্তৃক সমাদৃত। এই প্রক্রিয়ায় সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় রংপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রংপুর প্রেসক্লাবের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রক্রিয়ায় কোনভাবেই রংপুর জেলা প্রশাসক জড়িত নন। প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে রংপুর প্রেসক্লাবের ১০৫ জন সদস্য। এ ব্যাপারে প্রেসক্লাব রংপুরের সদস্যবৃন্দের বক্তব্য নিম্নরূপ।

প্রকাশিত ওই সংবাদটির একাংশে বলা হয়েছে , ‘জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর রংপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে, যোগদানের পর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিছু রাজনৈতিক দলের নেতা ও পতিত সরকারের সহযোগী কিছু বিতর্কিত সাংবাদিকদের নিয়ে সিন্ডিকেট তৈরি করেন। ওই সিন্ডিকেট গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নামে মামলা, হয়রানি, ট্যাগিং, চাঁদাবাজি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলি, পদায়ন, বাণিজ্য, হাট ইজারা দেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ ভাগবাটোয়ারা করেন।’

প্রকাশিত সংবাদের এই তথ্য মনগড়া, কল্পনা প্রসূত, অসত্য। ওই সংবাদে ‘অভিযোগ রয়েছে’ উল্লেখ করে সাংবাদিককতার আইন না মেনে পত্রিকাটিতে তথ্য প্রমাণছাড়া সাংবাদিকদের জড়িয়ে এই ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করায় রংপুরের গণমাধ্যমকর্মীদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। যা মানহানিকরও বটে। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত সংবাদের আরেকাংশে বলা হয়েছে, ‘জেলা প্রশাসক রবিউল ফয়সাল আওয়ামীলীগ আমলে তার বিতর্কিত কর্মকাণ্ডকে ঢাকতে ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট মাদক, জমি দখল, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি নামধারী সাংবাদিকদের নানাভাবে অনৈতিক সুবিধা দিয়ে যাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রেসক্লাব নিবন্ধন ইস্যুকে কেন্দ্র করে তিনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অতি উৎসাহি চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসক্লাবের দায়িত্ব অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করিয়েছেন। সেই সাথে প্রেসক্লাব সদস্যদের ক্লাবে প্রবেশ বন্ধ করিয়ে দেন। প্রেসক্লাবে সদস্য অন্তর্ভুক্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি ১৪ অক্টোবর প্রেসক্লাব প্রশাসকের মাধ্যমে প্রতারণা, মাদক, জমি দখল, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি নামধারী সাংবাদিক ১০৫ জনকে প্রেসক্লাবে সদস্যভুক্ত করিয়ে জেলা প্রশাসনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেন। এনিয়ে সাংবাদিকসহ সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ’

 প্রকাশিত সংবাদের এই তথ্যগুলোও মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং দীর্ঘদিন প্রেসক্লাবকে কুক্ষিগত করে রাখা চিহ্নিত মহলটির দ্বারা সৃজিত। এরমাধ্যমে রংপুরের ২৪ এর জুলাই অভ্যুত্থানে সামনে থেকে সংবাদ পরিবেশনকারী মূল ধারার সিনিয়র জুনিয়র গণমাধ্যমকর্মীদের সুনাম ক্ষুণ্ন ও মানহানি করা হয়েছে। একই সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদে রংপুরের জেলা প্রশাসককে সাংবাদিক এবং প্রেসক্লাবের সাথে জড়ানো হয়েছে। যা মিথ্যা ও বানোয়াট। বিগত ১৬ বছরের ফ্যাবিবাদি আমলে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করে বিপুল সম্পদের অধিকারী চিহ্নিত কয়েকজন সাংবাদিক কর্তৃক অনৈতিক সুবিধা হাসিল করতে না পারায় জেলা প্রশাসকের বিরুদ্ধে এই মনগড়া কাল্পনিক গল্প তৈরি করা হয়েছে। যা পত্রিকাটি যাচাই বাছাই না করেই প্রকাশ করে রংপুরের সাংবাদিকমহল ও জেলা  প্রশাসকের সুনাম ক্ষুণ্ন্ন এবং মানহানি করেছেন। একই সাথে পত্রিকাটি জুলাই অভ্যুত্থানের আকাংখা ও উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করে পুরোনো ফ্যাসিবাদি কাঠামোকে ফিরিয়ে আনার পক্ষে সাফাই গাইছেন।

এই পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক রংপুর প্রেসক্লাব উন্মুক্তকরণ প্রক্রিয়ায় সরকারি কাজে বাধা প্রদান, অবৈধভাবে প্রবেশ এবং মালামাল ও কাগজপ্রত্র চুরির অভিযোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মামলার ( ৩০/৩০, তাং-২৩ জানুয়ারি ২০২৫, কোতয়ালী থানা,আরপিএমপি, রংপুর) এজাহার নামীয় ৬ নম্বার আসামি। জামিন না নিয়ে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ানোসহ সকারের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে অপ প্রচার চালাচ্ছেন। কিন্তু পুলিশ গ্রেফতার করছে না। এছাড়াও তার পুত্র ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা হিসেবে জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, হত্যাচেষ্টার মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়। পত্রিকাটির প্রকাশকসহ কর্তৃপক্ষ এখনও ফ্যাসিবাদী কার্যক্রমকে ফিরিয়ে আনতে এবং তাদের পৃষ্ঠপোষকতা দেয়ার অংশ হিসেবে রংপুরের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতা, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে আমরা মনে করি। এ বিষয়ে রংপুর নগরবাসিসহ সকল শ্রেণিপেশার মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হলো এই যে, রংপুরে দুইশতাধিক গণমাধ্যমকর্মী থাকলেও বিগত ৩৩ বছরে রংপুর প্রেসক্লাবের সদস্য সংখ্য ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছিল মাত্র ৩২ জন। এতেই স্পস্ট হয়, কারা রংপুর প্রেসক্লাবকে কুক্ষিগত করে এর সম্পদ ও সুযোগ সুবিধা ভোগ করেছে। অথচ প্রেসক্লাবটিকে জেলা প্রশাসন জমি দেয় রংপুরে কর্মরত সকল সাংবাদিকদের জন্য।

রংপুর প্রেসক্লাব গত ১৯৯১ সালের ১৪ জুলাই জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর কর্তৃক স্মারক-সসেআদ/রং/শা-রেজি/১১৮৩(৪) এ রেজিস্ট্রেশনভুক্ত হয়। যার নিবন্ধী নম্বর-রং/৩৫৯/৯১। যা ১৯৯১ সালের সমাজকল্যাণ মন্ত্রণালয় আওতাধীন স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ  (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এর আইনের আওতায় নিবন্ধিত সংগঠন। এই কারণে রংপুর প্রেসক্লাবকে উল্লেখিত রেজিস্ট্রেশন আইনের বিধিমালা ও অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হওয়া বাধ্যতামূলক। এই বিধিবিধান ও অধ্যাদেশ মতে নিবন্ধিত সংস্থার গঠনতন্ত্র সংশোধন, আয়-ব্যয় এর হিসাব এবং গঠিত কার্যকরি কমিটির অনুমোদন নিবন্ধিত সংস্থা থেকে কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

 

কিন্তু নিবন্ধনের ৩৩ বছরে এই বিধি-বিধান উপেক্ষা করে গুটি কয়েক সাংবাদিক প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল। গত বছর ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের ব্যানারে প্রেসক্লাবকে ফ্যাসিবাদী কায়দায় কুক্ষিগত অবস্থা থেকে কর্মরত সাংবাদিকদের জন্য উন্মুক্ত করতে সাংবাদিকের পক্ষ থেকে একটি কমিটি অনুমোদনের জন্য গত ০১.০৯.২০২৪ খ্রিঃ সংশ্লিষ্ট নিবন্ধন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয়। এরপর শুনানী এবং তদন্তঅন্তেঃ তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমুহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এর ৯ এর ২ ধারা ও বিধিমালা ১৯৬২ এর বিধান মতে রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর (স্মারক নম্বর-৪১.০০.০০০০.০৪৬.২৭.০১০.২৪.২৪ তারিখঃ ১৫.০১.২০২৪ খ্রিঃ) মূলে প্রেসক্লাবের তৎকালীন কমিটি (সভাপতি-মোনাব্বর হোসেন ও সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর নেতৃত্বাধীন) বরখাস্ত করে ৪ সদস্য বিশিষ্ট প্রেসক্লাব রংপুরের তত্ত্বাবধায়ক কমিটি গঠন করে।

এরপর (স্মারক নম্বর-৪১.২৭.৮৫০০.০০০.২৭.০৩১.২৫.৪৮(১৫) তারিখঃ ১৯.০১.২০২৫) মূলে প্রেসক্লাবের বরখাস্তকৃত কমিটিকে তত্ত্বাবধায়কমণ্ডলীর কাছে দায়িত্বভার দেয়ার জন্য আদেশ জারি করে পত্র প্রদান করে সমাজসেবা অধিদপ্তর। কিন্তু বরাখাস্তকৃত কমিটি আদেশ অমান্য করে তত্ত্বাবধায়কমণ্ডলীকে দায়িত্ব ও নথিপত্র হস্থান্তর না করায় ২৯.০১.২৫ তারিখে সমাজসেবা অধিদপ্তর, ঢাকা কর্তৃক (স্মারক নম্বর-৪১.০০.০০০০.০৪৬.২৭.০১.২৪.৫৯ মূলে তত্ত্বাবধায়কমণ্ডলী গঠনের আদেশ সংশোধন পূর্বক (বিভাগীয় কমিশনার কার্যালয়, রংপুরের স্মারক নম্বর-০৫.৪৭.০০০০.০০৫.০২.০০৩.২২.৮১ তারিখ-২৭.০১.২০২৫ মূলে) রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ময়নুল ইসলামকে প্রেসক্লাব, রংপুরের প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ জারি করে।

সেই আদেশ মূলে প্রেসক্লাব রংপুরের নিয়োগকৃত প্রশাসক (স্মারক নম্বর-০৫.৫৫.৮৫০০.০১১.১২.০৬১.২৪-৫৪, তারিখ ২৯.০১.২৫ মোতাবেক) ৩০.০১.২৫ তারিখে-প্রেসক্লাব রংপুরের দায়িত্বভার গ্রহণ ও কার্যক্রম শুরু করেন। এরপর (স্মারক নম্বর-৪১.০০.০০০০.০৪৬.২৭.০০১০.৪২.৫১২, তারিখ ২৫.০৬.২০২৫ খ্রিঃ) মূলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ময়নুল ইসলাম (১৭৩৩৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হওয়ায় তাকে প্রেসক্লাব রংপুরের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রংপুরকে প্রেসক্লাব, রংপুরের প্রশাসক নিয়োগ করা হয়। সে হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক, রংপুর প্রেসক্লাব, রংপুরের আইনগতভাবে বৈধ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সমাজসেবা কর্তৃপক্ষের সেই আদেশে (স্মারক নম্বর-৪১.০০.০০০০.০৪৬.২৭.০১০.২৪.২৪ তারিখ ঃ ১৫.০১.২০২৪ খ্রিঃ) সমাজসেবা অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তি,  নিবন্ধনের পর থেকে  আয় ব্যয় এবং উন্নয়ন কর্মকাণ্ডের অডিট, সদস্য তালিকা হালনাগাদ, গঠনতন্ত্র সংশোধন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরসহ ৯টি নির্দেশনা দেন। সেই অনুযায়ী প্রেসক্লাব প্রশাসক সদস্য অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর তারিখে ২০৫ জন সাংবাদিকের খসড়া তালিকা প্রকাশ করেন। সেগুলো যাচাই-বাছাই শেষে  গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে ১০৫ জন জনকে চূড়ান্ত সদস্য করে তালিকা প্রকাশ করেন প্রেসক্লাব প্রশাসক। এই কার্যক্রমে কোথাও কোনভাবে রংপুর জেলা প্রশাসকের কোন সংশ্লিষ্টতা নেই।

মূলতঃ সমাজসেবা অধিদপ্তরের এই স্বচ্ছ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বরখাস্তকৃত সাধারণ সম্পাদক ভুল তথ্য উপাত্ত দিয়ে সহকারী মহানগর জজ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় নিম্নআদালত সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে প্রেসক্লাব প্রশাসক ওই আদেশের বিরুদ্ধে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। গত ২২ অক্টোবর’২৫ তারিখে মাননীয় জেলা জজ আদালতের বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করে আদেশে বলেন, “নথি, দাখিলীয় দরখাস্ত ও বিজ্ঞ কৌশলীর বক্তব্য পর্যালোচনা করিলাম। পর্যালোচনাক্রমে দেখা যায় যে, বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালত রংপুর এর অন্য-২৭৭/২০২৫ নম্বর মোকাদ্দমার বিগত ২৬.০৮.২৫ খ্রিঃ তারিখের আদেশের কার্যকারিতা চলামান থাকিলে আপীলকারী পক্ষ ন্যায় বিচার হইতে বঞ্চিত হইবেন। ন্যায় বিচারের স্বার্থে আপীলকারী পক্ষের আনীত স্থগিত দরখাস্ত অংশিক মঞ্জুর করা হইলো।’ সর্বশেষ গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে শুনানি শেষে গেলো ২ নভেম্বর রায়ে বিজ্ঞ বিচারক প্রেসক্লাবের প্রশাসকের আপিল আবেদন মঞ্জুর করে প্রেসক্লাবের প্রশাসকের পক্ষে রায় দেন। অর্থাৎ সদস্য অন্তর্ভুক্তি এবং রংপুর প্রেসক্লাবের কার্যক্রম চালিয়ে যেতে প্রেসক্লাব রংপুর প্রশাসকের আর কোন বাধা নেই।  

এই তথ্য প্রমাণে স্পষ্ট রংপুরের ডিসি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল কোনভাবেই রংপুর প্রেসক্লাবের কোন কার্যক্রমে জড়িত নন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে পত্রিকাটি মিথ্যা ও অসত্য তথ্য প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করার অপেচষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ওই সংবাদে ডিসির বিরুদ্ধে শুধু অভিযোগের তথ্য ছড়িয়েছে পত্রিকাটি। কোন প্রমাণ উপস্থাপন করেনি। এতেও স্পষ্ট রংপুরের ডিসি জনাব মোহাম্মদ রবিউল ফয়সালকে এই সংবাদের মাধ্যমে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth