৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
76


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

এতে বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, লক্ষীটারী  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, নোহালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলীসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। সচেতনতা বৃদ্ধি করতে হবে বাল্য বিয়ে বন্ধে।  এছাড়া আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth