ছাত্র-জনতা ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯ টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক।
ওসি লৎফর রহমান জানান, গত বছরের ৪ আগস্ট কোটা বিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচী পালনের জন্য শিক্ষার্থী-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়।
এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চা পাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ তাদের ওপর অতর্কিত হামলা করেন।
এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামের এক ব্যক্তি বাদি হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। যুবলীগ নেতা শফিকুল ইসলামকে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিমধ্যে এ মামলায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।