২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

দুই দশক পর কাউনিয়ার হারাগাছ বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
38


সভাপতি মোনায়েম হোসেন ফারুক, সম্পাদক নুরুল আমিন দাজু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার প্রায় দুই দশক পর হারাগাছ পৌর বিএনপির  দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোনায়েম হোসেন ফারুককে সভাপতি ও নুরুল আমিন দাজুকে সাধারন সম্পাদক এবং হারুনুর রশিদ সমাপ্তিকে সাংগঠনিক সম্পাদক করে হারাগাছ পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।

০২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির রংপুর  বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন।

প্রায় দুই দশক পর কাউন্সিলকে ঘিরে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। বেলা ১১ টায় নেতাকর্মীরা কাউন্সিলস্থলে জড়ো হয়। কিন্তু আমন্ত্রিত অতিথিরা বিকেলে সম্মেলনে উপস্থিত হলে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

হারাগাছ পৌর বিএনপির আহবায়ক মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর  বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর খালেক। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রংপুর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি এমদাদুল হক ভরসা। সম্মেলনে পৌর বিএনপির নয়টি ওয়ার্ড ও ছাত্রদল, স্বেচ্চাসেবকদল, ‍যুবদল, কৃষকদল, তাঁতিদল সহ সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আলোচনা শেষে সম্মেলনে নেতাকর্মীদের সম্মতিক্রমে শনিবার দিনগত রাতে নির্বাচন কমিটির আহবায়ক লিটন পারভেজ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মোনায়েম হোসেন ফারুককে সভাপতি, সাইফুল ইসলাম মানিককে সিনিয়র সহসভাপতি, নুরুল আমিন দাজুকে সাধারন সম্পাদক, মাহমুদার রহমানকে যুগ্ন সাধারন সম্পাদক, হারুনুর রশিদ সমাপ্তিকে ১ নং সাংগঠনিক সম্পাদক ও শাহিনুল ইসলাম শাহিনকে ২ নং সাংগঠনিক সম্পাদক করে হারাগাছ পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, হারাগাছ পৌর বিএনপির কমিটির সভাপতিসহ ছয়টি পদ ঘোষনা করা হয়েছে। কমিটির ঘোষনরা প্রেসবিজ্ঞপ্তিতে আগামী ১০দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট হারাগাছ পৌর বিএনপির পুর্ণাঙ্গ কমিটির করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth