২৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

বেরোবিতে রি-আর্থ ক্লাবের নবীনবরণ ও প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত

4 months ago
247


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশভিত্তিক সংগঠন রি-আর্থ ক্লাব এর আয়োজনে 'নবীনবরণ ও প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৫' পালিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অফ লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।

নবীন শিক্ষার্থী হুরানি মদিনা লিসা জানান, ‘ আজকে আমি এখানে নতুন। আয়োজন অনেক ভালো হয়েছে। এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি। পৃথিবীকে কিভাবে নতুন করে সাজানো যায় সে বিষয় গুলো সম্পর্কে এ ক্লাব থেকে ভালো মতো জানতে পারব।'

রি-আর্থ ক্লাবের আহবায়ক তাসবিন শাকীব জানান, ‘ আমাদের পৃথিবীর আজকের সংকটের পেছনে মানুষের ভোগবাদী মনোভাব সবচেয়ে বেশি দায়ী। এই সংকট শুধু পরিবেশগত নয়, এটি একটি সামাজিক বৈষম্যের প্রতিফলনও। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে আমাদের জীবনের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই ক্লাবের মাধ্যমে আমরা এই সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে, সেখান থেকে যৌক্তিক ও টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে চাই।'

ফ্যাকাল্টি অফ লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক বলেন,‘পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। রি-আর্থ ক্লাবের মতো সংগঠনগুলো পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করছে, যা খুবই প্রশংসনীয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ গড়ে তুলতেও সহায়ক হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নবীন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার এই উদ্যোগ সময়োপযোগী। রি-আর্থ ক্লাবের এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ভাবমূর্তি গঠনে সহায়ক হবে।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আনুমানিক ৫০/৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth