আবু সাঈদ হত্যার অভিযোগে উপ-রেজিস্টার সাময়িক বরখাস্ত
বেরোবি প্রতিনিধি:
ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকান্ড বিষয়ে গঠিত তথ্য-অনুসন্ধান কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উপ- রেজিস্টার মোছাঃ মাহাবুবা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার ড. মোঃ হারুন অর রশিদের স্বাক্ষরিত আদেশে জানানো হয়, ০৮ আগস্ট তারিখ হতে অননুমোদিতভাবে সর্বমোট ৫৩ দিনকর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিগত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকান্ড বিষয়ে গঠিত তথ্য-অনুসন্ধান কমিটির প্রতিবেদনে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(৩) মোতাবেক আপনাকে অভিযুক্ত করে, বিধি-৪ এর উপ-বিধি ৩ (ঘ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় মাহাবুবা আক্তার চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে মোছাঃ মাহাবুবা আক্তারকে চাকুরী হতে স্থায়ীভাবে কেন বরখাস্ত করা হবে না, তা এই পত্র প্রাপ্তির ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ও প্রামাণিকভাবে লিখিত প্রদানের জন্য বলা হয়েছে।