গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আবু মো. আলেমুল বাসার এর যোগদান
নির্মল রায়, গংগাচড়া (রংপুর):
রংপুরের গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. আবু মো. আলেমুল বাসার। তিনি গত ২১ নভেম্বর এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। রংপুর মহানগরীর হাজীরহাটের বাসিন্দা
এই কর্মকর্তা তাঁর চাকুরীজীবনে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর স্কুল হেলথ ক্লিনিক, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল অফিসার এবং সর্বশেষ সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ২৭ তম বিসিএস এর একজন কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য প্রশাসনে রয়েছে তাঁর সুখ্যাতি।
ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের পিতা। তার সহধর্মিণীও পেশায় একজন চিকিৎসক এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত।
গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহনের পরই তিনি এ উপজেলার স্বাস্থ্য সেবার মানকে আরও এগিয়ে নেয়ার নিমিত্তে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।