১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

তারাগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু

4 weeks ago
27


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:  

সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায়  তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্ধারকৃত সেই অজ্ঞাতনামা বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, তারাগঞ্জ হাইওয়ে থানার অধীন পাগলাপীর-ডালিয়া সড়কের গঞ্জিপুর নামক স্থানে গত ৬ মে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় এক মানসিক ভারসাম্যহীন (৭০) বছর বয়সের এক অজ্ঞাতনামা বৃদ্ধা।  তাৎক্ষানিক পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার হাসপাতালের কর্মরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষনা করেন। নিহত বৃদ্ধান পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth