তারাগঞ্জে যুবককে অপহরণের চেষ্টায় দুই অপহরণকারী কারাগারে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে রাতের আধাঁরে দিলীপ রায় (১৯) নামের এক যুবককে অপহরণ করতে গিয়ে ধরা পড়েছে দুই অপহরণকারী। গত মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট-চিলাপাক সড়কের পালোয়ানের দোকান নামকস্থানে ওই যুবককে প্রাইভেটকার যোগে অপহরণের চেষ্টাকালে স্থানীয় জনতা তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোর্পদ্দ করে। দিলীপ উপজেলার সয়ার ইউনিয়নের জোনাকু রায়ের ছেলে। তারাগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) এ এম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভক্তিভোগী যুবক দিলীপ রায় ওই দিন রাত ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাটছিলেন। সাড়ে ১১ টার দিকে হঠাৎ তার পিছনে একটি সাদা রং এর প্রাইভেট কার থামানো হয়। এসময় ওই যুবক কোন কিছু বুঝার আগেই প্রাইভেটকার থেকে দুইজন নেমে এসে তার পথ রোধ মুখ চেপে ধরার চেষ্টা করেন। এসময় প্রানের ভয়ে চিৎকার দিলে তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসার আগেই দিলীপকে রেখে অপহরণকারীরা প্রাইভেটকারে উঠে বুড়িরহাট বাজারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় এলাকার লোকজন ঘটনাস্থানে এসে জানতে পেরে তাদের বুড়িরহাট বাজারের পরিচিত লোকজনকে মোবাইলে সাদা রঙ্গের কারটি আটক করতে বলেন। কারটি নিয়ে বুড়িরহাট বাজারের অপহরণকারীরা আসলে জনতা তাদের আটক করে ট্রিপল নাম্বারে মোবাইল করেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে ঘটনার বিস্তারিত শুনে দুই অপহরনের চেষ্টাকারীকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী দিলীপ রায় তারাগঞ্জ থানায় অভিযুক্ত দুই জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (৪ জুন) দুপুরে আটক দুই অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন, ঝালকাটি জেলার কান্ড পয়সা ননসিটি এলাকার জালাল উদ্দিনের ছেলে শাকিল হাওলাদার (২৪)ও তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে হেলাল মিয়া (২২)।