২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযান, নারী ব্যবসায়ী গ্রেপ্তার

1 month ago
160


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলার রাণীগঞ্জ কশিগাড়ী এলাকা থেকে গ্রেপ্তার হন মমতা (৪৫) নামের ওই নারী। তিনি একই এলাকার আইযুব আলীর স্ত্রী।

অভিযানের সময় মমতার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মমতা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে মাদক বিক্রি করে আসছিল। রাতের আঁধারে মোটরসাইকেল ও ইজিবাইকে করে আশপাশের গ্রামে এসব মাদক বিক্রি করতেন তারা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আমরা মাদক বিরোধী অভিযান বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় কশিগাড়ী এলাকা থেকে মমতা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে জড়িতকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা বলছেন, শুধু একজনকে ধরলে হবে না। পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে হবে, তাহলেই মাদক ব্যবসা বন্ধ হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth