গঙ্গাচড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতরের কুতুব ও নোহালী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ীঘর মেরামত, রাস্তা-ঘাট, গাছপালা সরিয়ে দেয়ার কাজ সোমবার সকাল ৯ টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করে। এছাড়া তারা ১৫০০ জনের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-০১ আসনের এমপি প্রার্থী মোঃ রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা আমির মাওঃ মোঃ নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওঃ মোঃ সাইফুল ইসলাম, গংগাচড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল হালিম, শ্রমিক নেতা মাওঃ ওবায়দুর রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওঃ মোঃ সামিউল ইসলাম, সেক্রেটারি মোত্তালিব হোসাইন প্রমূখ।