পীরগাছায় মাদক, জুয়া প্রতিরোধে আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছার চন্ডিপুরে মাদক, জুয়া প্রতিরোধে সমাজ সচেতনতামূলক আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় চন্ডিপুর মডেল হাইস্কুল মাঠে সুধী সমাবেশের আয়োজন করে চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার আলী।
কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুমন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা। এছাড়াও বক্তব্য দেন, ইউপি সদস্য শামীম হাসান কাজল, আল কোরআন লানিং সেন্টারের পরিচালক আবুল হোসেন, চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাদ্রাসা শিক্ষক ইস্রাফিল মিয়া, সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান, সদস্য শফিকুল ইসলাম, চন্ডিপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ সাফায়াত হোসেন, কেন্দ্রীয় ঈদগা মাঠের খতিব মাওলানা মোজাহারুল ইসলাম রনজু, ব্যবসায়ী আব্দুল মালেক, শফিকুল ইসলাম, আব্দুল জব্বার সরকার।