২১ আশ্বিন, ১৪৩২ - ০৬ অক্টোবর, ২০২৫ - 06 October, 2025

মিঠাপুকুরে স্বাস্থ্য কর্মকর্তার পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

2 hours ago
19


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুরে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সামসুন্নাহার বেগমের পদায়ন বাতিলের দাবিতে মানব বন্ধন ও অবস্থান কর্মসুচী পালন করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা এই কর্মসুচী পালন করেন। তারা বলেন, পূর্বের ৩ উপজেলার কর্মরত থাকা অবস্থায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি, সরকারি অর্থ লোপাট, স্বেচ্ছাচারিতা, কর্মকর্তা- কর্মচারীদের সাথে অসদাচরণ ও কর্ম পরিবেশ বিনষ্টকারী স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: সামসুন্নাহারকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন আদেশ বাতিল করতে হবে। মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাকে পদায়ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

প্রতিবাদ ও অবস্থান কর্মসূচীতে সমবেত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,  নার্স, মিড ওয়াইফ, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারীসহ সকল কর্মকর্তা- কর্মচারী।

স্বাস্থ্য সহকারী আনজুমান আরা বেগম বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শামসুন্নাহার বেগমকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। আমরা এই পদায়নের তীব্র নিন্দা এবং পদায়ন আদেশ বাতিলের দাবি জানাই।

একই দাবিতে সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth