২১ আশ্বিন, ১৪৩২ - ০৬ অক্টোবর, ২০২৫ - 06 October, 2025

রাজারহাটে তিস্তা নদীতে পানি বেড়ে নিম্নাঞ্চল  প্লাবিত, বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত

2 hours ago
15


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দু’তীরের অববাহিকায়  রোপা আমন,  সবজি, মাস কালাইসহ বিভিন্ন ফসলী পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন খাল, ডোবা ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাজারহাট কৃষি অফিসার সামছুন্নাহার সাথী জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পর্যন্ত চরাঞ্চসহ উপজেলার বিভিন্ন এলাকার মোট ১১০  হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন ৫০ হেক্টর, বিভিন্ন শাক-সবজি ৫০ হেক্টর, মাসকলাই ১০ হেক্টর পানিতে নিমজ্জিত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যদি টানা বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকে সে ক্ষেত্রে এবছর রোপা আমনসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়বে। এতে করে কৃষকরা চরম ভোগান্তি পড়াবে। তবে আজ সোমবার(৬সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত যেহেতু বৃষ্টি হয়নি। সে কারণে ফসলহানির সম্ভবনা কম রয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন- তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি জানতে পেরে বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকায় গিয়েছিলাম। দুপুরের দিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মাঝের চর এলাকায় পানি ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু বিকালের দিকে পানি কমতে শুরু করেছে বলে পানি উন্নয়ন বোর্ড(পাউবো) জানিয়েছে। তবে বন্যায় নৌকা ও ত্রানসহ সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেয়া রয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth