১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

19 hours ago
150


নিজস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরাপদ রাখতে গঙ্গাচড়া মডেল থানার  উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গঙ্গাচড়া মডেল থানা প্রাঙ্গণে

এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।  সভায় সভাপতিত্ব করেন

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কান্ত রায়, সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সহসভাপতি শিবেন রায়, শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়, কোষাধ্যক্ষ সুধির বর্মন, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য প্রিয় নাথ রায়, ডালিম কুমার রায়, উজ্জ্বল চন্দ্র সরকার, হেমন্ত রায় প্রমুখ।

সভায় ওসি আল এমরান বলেন,

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঙ্গাচড়া থানা এলাকায় আইন-শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণে

রাখা হয়েছে। থানা পুলিশ কোন ধরনের  অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ দিবেনা।

এজন্য তিনি মণ্ডপ কমিটির নেতৃবৃন্দকে সকল মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগানোসহ সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে পাহারা দেয়ার আহবান জানান। সবশেষে তিনি শারদীয় দূর্গা পূজা ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহোযোগিতা কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth