গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ৭টি গরু চুরি

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি গরুর খামার ঘরের দেয়ালের ইট কেটে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্র্বত্তরা। ঘটনাটি ঘটেছে কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী গ্রামের মোহাম্মাদ আলীর গরুর খামারে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী গ্রামের মোহাম্মাদ আলী দীর্ঘদিন থেকে তার গোয়াল ঘর খামার হিসেবে ব্যবহার করে গরু পালন করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যার পর খামারে থাকা গরুগুলোকে রাতের খাদ্য খাওয়ানো শেষে খামার ঘরের দরজা বন্ধ করে দেয়। রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ওই খামার ঘরের ইটের দেয়াল কেটে সেখানে থাকা ছোট-বড় ৭টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে থানার এসআই তাহসিনুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকার মেম্বর গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টা থেকে রাত ৪টার মধ্যে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে। এদিকে, গরু খামারী মোহাম্মাদ আলী বলেন, চুরি হওয়া ৭টি গরুর বর্তমান বাজার মূল্য ৫ লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকা হবে। তিনি গরু চুরি হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।