গঙ্গাচড়ায় বাঁধের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর নোহালী ও বড়বিল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) রবিউল ফয়সাল। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বড়বিল ইউনিয়ন পরিষদ, বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়বিল উচ্চ বিদ্যালয় এলাকায় ভাঙন পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙনকবলিত কয়েকটি স্থানে জিও ব্যাগ ফেলতে নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, ভাঙনের কারণে তাদের চাষাবাদ ও বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। নোহালী এলাকার এক কৃষক মোজাম্মেল হক বলেন, প্রতি বছর ভাঙনে আমাদের জমি নদীতে চলে যায়। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, আমরা বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাব। আরেকজন বাসিন্দা সুজন বলেন, ডিসি স্যার সরেজমিনে দেখে আমাদের কথা শুনেছেন। আমরা আশা করি এবার কাজ দ্রুত হবে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, চরের মানুষের দুর্দশা কাছ থেকে দেখেছি। ভাঙন ঠেকাতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, নদীভাঙনরোধে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, সে জন্য জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।