১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

জামিনে বেরিয়ে এসে- দ’টি চোরাই মোটর সাইকেলসহ ফের গ্রেপ্তার

2 hours ago
14


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতে নাতে ধরা পড়ে জেল থেকে বেরিয়ে এসে দু’টি চোরাই মোটরসাইকেলসহ আবারো গ্রেপ্তার হয়েছে মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য সেই আজাদুল ইসলাম (৩২)।

গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাপমারা ইউপির নরেঙ্গাবাদ মেরী গ্রামে আজাদুলের স্বশুর বাড়ীতে অভিযান চালিয়ে আবারো পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরে তার দেয়া তথ্য মতে ওই ইউনিয়নের মেরী গ্রামের মিলন মিয়া ও মমিন মিয়ার বাড়ি থেকে দু’টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে,  গত শুক্রবার  উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসীর হাতে আটক হয়ে আজাদুলকে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে সেদিনই  সে আদালত থেকে জামিনে বেড়িয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দু’টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের সক্রিয় সদস্য আজাদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজাদুলের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth